গত শুক্রবার রাতে, ওমর সানির মোড় এলাকা থেকে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন ওই জননী। পথে, চার যুবক তার গতিরোধ করে, পাশের একটি কলা বাগানে নিয়ে গণধর্ষণ করে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে, পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শুক্রবার রাতেই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন তিনি। অভিযুক্তরা ধর্ষণের সময় ওই নারীকে বেদম মারপিটও করে। এরইমধ্যে ধর্ষণের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামী জিহাদ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে থানা এলাকায় অভিযান অব্যহত রয়েছে বলেও জানায় পুলিশ।