কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পৌর শহরের আঠারবাড়ি এলাকার মা হাওয়া কওমি মাদরাসায় শিক্ষক হিসেবে দেড় মাস আগে যোগ দেন আবুল খায়ের। শুক্রবার সকালে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নেন ওই শিক্ষক।
এসময় ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে গণধোলাই দিয়ে পুলিশে দেয় তারা। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে মামলা করেছেন।