নগরায়ণের কারণে দিন দিন কমছে সবুজের সমারোহ, সে চিন্তা থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের গোলাম চন্দ্র নিয়েছেন ব্যতিক্রম এক উদ্যোগ।
গাছ লাগান পরিবেশ বাচাঁন এমন স্লোগানে- গ্রামের যে প্রান্তে নতুন শিশু জন্মের সংবাদ পান সেখানেই ছুটে যান গোলাম চন্দ্র। নতুন অতিথির জন্য উপহার হিসেবে তুলে দেন একটি গাছের চারা। নিজের হাতেই তা রোপন করেন।
গেলো চার বছর ধরে নিজের নার্সারী থেকে বিনামূল্যে গাছ উপহার দেয়ার বিষয়টি নাড়া দিয়েছে সবার মাঝে।
বৃক্ষ ও প্রকৃতিপ্রেমী এই মানুষটি বিশ্বাস করেন একটি শিশু বেড়ে উঠার সাথে বাড়বে গাছও। ধরণী ফিরে পাবে তা আগের রূপ। সবুজে সবুজে ভরে উঠবে চারপাশ।