গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়নবাহিনী। ভিডিও ভাইরাল হলে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
লোমহর্ষক হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা করেন রিফাতের বাবা।
এরপর মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। একে একে গ্রেপ্তার হয় চন্দন, হাসান, সাগর, সাইমুন, রাব্বী, টিকটক হৃদয় ও নাজমুল। এদের মধ্যে কয়েকজনকে রিমান্ডেও নেয় পুলিশ। আর আদালতে স্বীকারোক্তি দিয়েছে আসামি অলি ও সন্দেহভাজন আটক তানভীর।
মামলার মূল আসামি নয়ন বন্ড। রিফাত হত্যার ছয়দিনেও যে ছিলো ধরাছোঁয়ার বাইরে। সাতদিনের মাথায় মারা যায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে। আর সবশেষ মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয় দুই নম্বর আসামি রিফাত ফরাজী।
এই হত্যা মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এজাহারভুক্ত বাকি আসামিরাও শিগগির ধরা পড়বে বলে আশা করেন ডিআইজি।
নৃশংসভাবে রিফাতকে হত্যা নাড়া দিয়েছে পুরো দেশকে। তাই সবারই চাওয়া এরকম ঘটনা যেন আর না ঘটে।
নিউজটির ভিডিও-