পুলিশ জানায়, কিছুদিন আগে বোনের বাড়ি বেড়াতে আসেন কিশোরগঞ্জের লিটন ঘোষ। দুপুরে গৌর মন্দিরের নাট মন্দিরে ঘুমাচ্ছিলেন তিনি। এসময় মানসিক প্রতিবন্ধী লবু দাস ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে সেই মাথা নিয়ে থানায় হাজির হয় ঘাতক লবু।
অভিযুক্ত লবু দাস নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার মৃত পরমানন্দ দাসের ছেলে।