channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

খুলনায় ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ

খুলনায় ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে ময়লা ও দুর্গন্ধ। এই পানি পান তো দূরের কথা, বাসাবাড়ির কাজেও ব্যবহারে অনুপযোগী। এ নিয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সুফল মেলেনি। ফলে ক্ষুব্ধ গ্রাহকরা।

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে ময়লা ও দুর্গন্ধ। অনেক এলাকায় পাইপ লাইনে ওয়াসার সরবরাহ করা পানি ঘোলা ও ময়লাযুক্ত। পূর্ব বানিয়া খামার, বাইতিপাড়া ও মিয়াপাড়াসহ কয়েকটি এলাকায় পানিতে মিলছে দুর্গন্ধ।

বিশেষ করে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ সমস্যা হচ্ছে বেশি। পান তো দূরের কথা, অন্যান্য কাজেও ব্যবহার উপযোগী নয় এই পানি। প্রায় দুই যুগ আগে বসানো পাইপ ছিদ্র হয়ে তার মধ্যে ড্রেনের নোংরা পানি ঢুকছে বলে অভিযোগ গ্রাহকদের।

গ্রাহকদের অভিযোগ, বহুবার ওয়াসার কাছে অভিযোগ দিয়েও মেলেনি সুফল। তাই ময়লা পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা।

অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন ওয়াসার কর্মকর্তারা। তারা বলছেন, নতুন একটি প্রকল্পের আওতায় বসানো পাইপ লাইনের মাধ্যমে শিগগিরই পানি সরবরাহ শুরু হলে থাকবে না এই সমস্যা।

২৯৩ কিলোমিটার পাইপ লাইনে প্রতিদিন ৬ কোটি লিটার পানি সরবরাহ করছে খুলনা ওয়াসা। ৮৭টি পাম্পের মাধ্যমে এই পানি যায় ২১ হাজার গ্রাহকের বাড়িতে।

ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর