শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাস ও মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার শফিকুল ইসলাম নিহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস।
এদিকে চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকাসার ধাক্কায় জাহিদুল নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এছাড়া সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় বাস চাপায় মিন্টু নামের যুবক নিহত হয়েছেন।