তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেস্কার মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এদিকে এ ঘটনায় গতকাল রাতে অভিযান চালিয়ে মজনু ও সোহাগ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ভ্রাম্যমান আদালতের একটি গাড়ি।