channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

ঠাকুরগাঁওয়ের সফল নারী ফাতেমা

ঠাকুরগাঁওয়ের সফল নারী ফাতেমা

ফাতেমা বেগম, মাত্র ৩টি হ্যান্ড লুপ মেশিন আর ঝুট কাপড় দিয়ে পাল্টে যায় তার জীবনের গল্প। ঠাকুরগাঁওয়ের কাদিহাট গ্রামের সফল নারী তিনি। ফ্লোর, টেবিল ম্যটসসহ বিভিন্ন ধরনের ম্যাট তৈরি করে শুধু নিজেই সাবলম্বী হননি, অন্যদের জন্যও খুলে দিয়েছেন আয়ের উৎস।

ঠাকুরগাঁওয়ের রানিসংকৈলের কাদিহাট গ্রামের ফাতেমা বেগম। অভাবের সংসারে বেড়ে ওঠা, স্বামীর সংসারেও এই অভাবই ছিলো নিত্যসঙ্গি।

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা ফাতেমাই এখন এলাকার মানুষের কাছে এক অনন্য উদাহরন। ২০০৪ সালে সমান্য কিছু পুঁজি আর ৩টি হ্যান্ড লুপ মেশিন নিয়ে জীবন পাল্টে দেয়ার পথচলা শুরু।

ফ্লোর ম্যটস, টেবিল ম্যটসসহ বিভিন্ন ধরনের ম্যাট তৈরি করে শুধু নিজেই সাবলম্বী হননি, এলাকার বেকার মানুষের রোজগারের পথও খুলে দনে ফাতেমা।

তার বানানো পাপোস ও টেবিল ম্যাটের চাহিদা রয়েছে দেশে ছাড়িয়ে বিদেশেও। বাহারি নকশা ও টেকসই হওয়ায় দিন দিন বাড়ছের চাহিদা।

ফাতেমার কারখানায় এখন ৪৫টি তাঁতের মেশিন রয়েছে। যদিও পুঁজি স্বল্পতার কারণে মেশিনের সংখ্যা বাড়াতে পারছে না বরে জানান তিনি।

দেখুন ভিডিওতে-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর