channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটির কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

  • চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ কাল; পুলিশের অনুমতি না পাওয়ায় এখনও চূড়ান্ত হয়নি স্থান

  • দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের মন্তব্য স্পষ্ট নয়; বললেন কাদের

  • বানের জলে চরম দুর্ভোগ; দু'দিনের মধ্যে মধ্যাঞ্চলে আরও অবনতির শঙ্কা

সুনামগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ছাতক থানার ওসি মোস্তফা কামালসহ দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসিসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ থামাতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযান চলছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শাহিন চৌধুরী ও পৌরসভা কাউন্সিলর তাপস চৌধুরীর। গতকাল সন্ধ্যার পর এরই জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

একপর্যায়ে গোলাগুলি শুরু করে দুইপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপরও গুলি ছোড়ে তারা। এতে একজন নিহত ও ছাতক থানার ওসি মোস্তফা কামালসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাদেরকে সিলেট মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আর আহত ৩৫ জনকে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর