channel 24

সর্বশেষ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেমকে কারাগারে পাঠানোর নির্দেশ...

  • মামলার পরবর্তী তারিখ ৩০ জুন

বিষের ব্যবহারে পোকামাকড় মড়লেও কমছে জমির উর্বরতা

বিষের ব্যবহারে পোকামাকড় মড়লেও কমছে জমির উর্বরতা

আগাছা দমনে বিষের যথেচ্ছ ব্যবহারে মরছে উপকারী পোকামাকড়-কীটপতঙ্গ; কমছে জমির উর্বরতা দেশের বিভিন্ন স্থানে আগাছা দমনে বিষ ব্যবহারের অভিযোগ উঠেছে। যাতে ধ্বংস হচ্ছে, উপকারি পোকামাকড়সহ কীটপতঙ্গ। ফলে, ভারসাম্যহীন হয়ে পড়ছে প্রকৃতি। নষ্ট হচ্ছে, জমির উর্বরতাও। বিশেষজ্ঞরা বলছেন, এতে কৃষিতে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা বাড়ছে।

আগাছা নিধনে ছিটানো হচ্ছে কীটনাশক। কৃষকদের দাবি, কীটনাশকের কারণে বেশ কিছুদিন আর আগাছা জন্মায় না। তাছাড়া এর খরচও কম।

দোকানগুলোও ভর্তি এসব কীটনাশকে। কৃষকদের অভিযোগ, কীটনাশক ছাড়া বিকল্প কোনো উপায়ে আগাছা নিধনের পরামর্শ মেলে না কৃষি বিভাগের কাছ থেকেও।

ফসলি জমি কিংবা গাছের বাগান, সবখানেই প্রয়োগ করা হচ্ছে বিষ। ফলে মরে যাচ্ছে মাঠের ঘাস। সেইসাথে কমিয়ে দিচ্ছে মাটির শক্তি।

যদিও ভিন্ন মতও আছে। খোদ কৃষি বিভাগেরই দাবি, এ কীটনাশকে শুধু আগাছাই দমন হয়। ফসল বা জমির কোনো ক্ষতি করে না।

পরিবেশ প্রকৃতির কথা চিন্তা করে আগাছ নাশক উৎপাদন ও বাজারজাতকরণে সরকারের নজর বাড়ানো উচিত বলে মত পরিবেশকর্মীদের।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর