channel 24

সর্বশেষ

  • চাল আমদানি নিরুৎসাহিত করতে ২৮ শতাংশ থেকে বাড়িয়ে...

  • ৫৫ শতাংশ শুল্ক আরোপ করে এনবিআরের পরিপত্র জারি

কয়েকদিনের বৃষ্টিতে লোকসানের মুখে চাঁদপুরের আলু চাষীরা

কয়েকদিনের বৃষ্টিতে লোকসানের মুখে চাঁদপুরের আলু চাষীরা

কয়েকদিনের বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় বিপাকে চাঁদপুরের আলু চাষীরা। তুলে ফেলতে হচ্ছে অপরিপক্ক অবস্থাতেই। এই আলু সংরক্ষণেরও সুযোগ না থাকায় বেচতে হচ্ছে কম দামেই। এতে চাষীরা পড়েছেন লোকসানের মুখে।

চাঁদপুরের মাটি উপযোগী হ্ওয়ায় বিস্তীর্ণ জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। হঠাৎ গত কয়েকদিনের বৃষ্টির পানি জমিতে আটকে যা্ওয়ায় কৃষকের চোখেমুখে এখন দুঃশ্চিন্তার ভাঁজ। এ অবস্থায় পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেকে।

জমিতে বৃষ্টির পানি জমে যা্ওয়ায় এই আলু বেশি দিন সংরক্ষণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষকরা। ফলে বাধ্য হয়ে বাজার কম দামে আলু বেচতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ নিশ্চিত করেন, বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন এ কর্মকর্তা।

চাঁদপুরে এ বছর প্রায় ৯ হাজার হেক্টর জমিতে ডায়মন্ড, মুল্টা, এসটারিক্স, কার্ডিনাল এবং পেট্রোনিজ জাতের আলু চাষ হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ মেট্রিক টন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর