কৃষি বিভাগের আশা, এ বছর সর্বোচ্চ মধু উৎপাদন করে সারা দেশের মধ্যে প্রথম হবে সিরাজগঞ্জ জেলা। তবে মধুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে মৌ চাষীদের।
সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলসহ জেলার বিস্তীর্ন মাঠজুড়ে হলুদের সমারোহ। এসব ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি মৌ বক্স। আর এসব বক্সে থাকা মৌমাছির গুনগুন শব্দে মুখরিত চারদিক।
মৌ চাষীরা ব্যস্ত সরিষার ফুল থেকে মধু সংগ্রহে। জেলায় এ বছর সর্বাধিক প্রায় ২০ হাজার মৌ বক্স স্থাপন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে মধু সংগ্রহ করতে আসেন পাইকার ব্যাবসায়ীরা। তবে মধু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঠিক ব্যবস্থা না থাকায় কাঙ্খিত দাম না পাওয়ার অভিযোগ মৌ চাষীদের।
সারা দেশের মধ্যে এ বছর জেলায় সর্বোচ্চ মধু উৎপাদন হওয়ার আশা করছেন কৃষি বিভাগ। সিরাজগঞ্জ জেলায় এ বছর প্রায় ২শ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।