পুলিশ জানায়, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমসজিদ গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কিশোরী তার মাকে হাতিয়া যাওয়ার সময় এগিয়ে দিতে স্থানীয় বাজারের দিকে যায়।
পরে ফেরার পথে অটোরিকশা চালক তাকে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। চালকের সাথে ছিলো আরও একজন।
শুক্রবার দুইজনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করে নির্যাতিতার ভাই।
ওই রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।