পুলিশ জানায়, শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেলে দিনাজপুর যাচ্ছিলেন পরেশ চন্দ্র রায় ও মাহফুজুর রহমান। ২৯ মাইল নামক এলাকায় এলে দুটি ট্রাক ওভারটেকিংয়ের সময় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, খুলনার বটিয়াঘাটায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেছে সোহাগ শেখ ও শাকিল নামের দুই কলেজ ছাত্রের।
এছাড়া, বরিশাল, কুড়িগ্রাম ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের।