channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

সুনামগঞ্জে নাব্য সংকটে আটকা শতাধিক নৌকা

সুনামগঞ্জে নাব্য সংকটে আটকা শতাধিক নৌকা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই ও আবুয়া নদীর নাব্যতা সংকটের কারণে অর্ধমাস ধরে বালু ও পাথর বোঝাই চার শতাধিক নৌকা আটকে আছে। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সেই সাথে নৌযানের প্রায় দুই হাজার শ্রমিকও পড়েছেন বিপাকে।

বৌলাই নদীর বেহেলী চ্যানেল। অর্ধ মাস ধরে এখানে আটকে আছে চার শতাধিক নৌযান। ফলে বিশম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার অনেক এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ।

স্থানীয়দের অভিযোগ, ৬ বছর ধরে বৌলাই ও আবুয়া নদীতে বছরের এই সময়ে নাব্যতা সংকট দেখা দেয়। অথচ গুরুত্বপূর্ণ এই নদী দিয়ে দেশের অন্যতম ফাজিপুর মহাল থেকে বালু ও পাথর উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তাছাড়া নৌযান চলাচলে শৃঙ্খলা না থাকায় প্রতি বছরই একরম দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও নৌযান মালিকরা।

লালপুর নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, নাব্যতা সংকট ও নদী সরু হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নৌযান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও জানান তারা।

জামালগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বৌলা নদী খনন প্রকল্প হাতে নেয়া হয়েছে। কিন্তু নাব্যতা সংকটের কারণে এ মুহূর্তে ড্রেজার আনা যাচ্ছে না। তাই আগামীতে নদী খনন করে সমস্যা সমাধান করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী খননের দাবি জানানো হলেও কোন কাজ হচ্ছে না।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর