channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

সুন্দরবনে ওয়্যারলেস নেটওয়ার্ক চালু হচ্ছে এক যুগ পর

সুন্দরবনে ওয়্যারলেস নেটওয়ার্ক চালু হচ্ছে এক যুগ পর

প্রায় এক যুগ পর আবারও ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় আসছে গোটা সুন্দরবন। নতুন প্রকল্পের আওতায় স্থাপন করা হবে ৫৬টি টাওয়ার। এর ফলে সহজ হবে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বনে অপরাধ দমনও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবন। রয়েল-বেঙ্গল-টাইগার, চিত্রা হরিণসহ নানা স্থল ও জলজ প্রাণীর আশ্রয়স্থল এখানে।প্রকৃতির নিজ হাতে গড়া এই বনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এ অপার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের আনাগোনা থাকে সারা বছরই। 

অথচ এ বনের বেশিরভাগ এলাকাতেই নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। এছাড়া, এক যুগ ধরে নেই ওয়ারলেস নেটওয়ার্কও। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়।

তবে আবারও ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় আসছে সুন্দরবন। অনুমোদন পেয়েছে- সুন্দরবন টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন প্রকল্প। যাতে পুনর্বহাল করা হবে সুন্দরবনের দুর্গম এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের তথ্য আদান-প্রদান ও সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা। বন কর্মকর্তারা বলছেন এটি অপরাধ দমনে সহায়ক হবে।

বন বিভাগের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সুন্দরবন সংশ্লিষ্টরা। বিভিন্ন প্রয়োজনে বন বিভাগের সাথে সহজে যোগাযোগ করতে পারবে, পর্যটকবাহী নৌযানগুলো। 

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর