৬ দশক আগে অঙ্ক শেখার সহজ এক পথ খুঁজে পান জাপানি গণিতবিদ তরু কুমন। তারপর থেকে বিশ্বে অর্ধশতাধিক দেশের শিশুদের লেখাপড়ায় কুমনের সেই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। জাইকার সহায়তায় ২০১৪ সালে পরীক্ষমূলকভাবে দেশেও এ পদ্ধতি চালু করে বেসরকারি সংস্থা ব্র্যাক।
সকালে সাভারে ব্র্যাক সিডিএম-এ পালিত হয় প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রার প্রথম বর্ষপূতি। যেখানে ৮০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় পুরস্কার ও সনদ। শিশুদের শিক্ষার এই পদ্ধতির শুধু গণিত শেখাতে নয়, ব্যক্তিত্ব গঠনের কাজে লাগে বলেও জানান, প্রকল্প পরিচালক।
সব শিক্ষা প্রতিষ্ঠানে কুমন পদ্ধতি ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্র্যাকের এই কর্মকর্তা।
গত বছর সেপ্টেম্বরে ধানমন্ডি ও অক্টোবরে উত্তরায় কুমন সেন্টারে উদ্বোধনের মধ্য দিয়ে দেশে কুমনের কার্যক্রম চালু হয়।