১৪ মে কিশোরগঞ্জের বাজিতপুরে বাড়ি থেকে নিখোঁজ হন কৃষক মেনু মিয়া। চারদিন পর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
পরিবার বলছে, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে মেনু মিয়াকে অপহরণ করা হতে পারে। যদিও পুলিশের কাছে এমন অভিযোগ করা হলে তা আমলে নেয়নি। উল্টো মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষার নামে এক পুলিশ কর্মকর্তা ১৫ হাজার টাকা নিয়েছেন। যদিও টাকা নেয়ার কথা অস্বীকার করেন ওই পুলিশ কর্মকর্তা।
মেনু মিয়ার ছেলে মোস্তাকিমের অভিযোগ, থানা পুলিশের কাছ থেকে কোনো সহায়তা না পেয়ে আদালতে যান তিনি। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করলেও এখনও রহস্য উদঘাটন হয়নি।
পুলিশ সুপার বলছে, তদন্তে গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। আর অর্থ লেনদেনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির কথা বলছেন জেলার পাবলিক প্রসিকিউটর।