সড়কে প্রাণহানি নিত্যদিনের ঘটনা। নানা উদ্যোগেও যেন ঠেকানো যাচ্ছে না এই মৃত্যু। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যক্তি উদ্যোগে এক বছরের গবেষণা শেষে এমনই এক যন্ত্র আবিষ্কার করেছেন কুড়িগ্রামের পলিটেকনিক ইন্সটিটিউটের ছানোয়ার হোসেন।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছানোয়ার। এক বছরের গবেষণা শেষে আবিষ্কার করেন 'ড্রাইভার এন্টি স্লিপ এন্ড অ্যালকোহল এ্যালার্ম ডিটেক্ট' নামের এক বিশেষ যন্ত্র। যা যানবাহনের সাথে যুক্ত করলে চালক নেশাগ্রস্ত বা ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালে তার সংকেত পৌঁছে যাবে নির্দিষ্ট কিছু ফোন নম্বরে।
ছানোয়ারের বাবা ও বড় দুই ভাই পেশায় দূরপাল্লার বাস চালক। তার এ আবিষ্কারে খুশি পরিবার, সহপাঠী ও শিক্ষকরা। ছানোয়ারের এই আবিষ্কার এরই মধ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে প্রথম পুরস্কার জেতে।
ডিভাইসটির সেন্সরের সাথে সর্বোচ্চ তিনটি মোবাইল নম্বর সংযুক্ত করা যাবে। যেখান থেকে তিন সেকেন্ডের মধ্যে সতর্ক সংকেত চলে যাবে ওই তিনটি ফোন নম্বরে।
শুধু তাই নয় চালক নেশাগ্রস্ত থাকলে ডিভাইসটি গাড়ির সার্কিট অন হতে দেবে না। ফলে চালু হবে না গাড়ি।