channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা

খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা

খুলনা জেলা সদরে সরকারি-বেসরকারি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। দুপুরে জেলার প্রাতিষ্ঠানিক প্রসবের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় এ তথ্য জানানো হয়।

এ সময় জানানো হয়, খুলনায় সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ২০১৭ সালে দুই হাজার ৮'শ ১২ জনের সিজারিয়ান ডেলিভারি হয়। এ বছর এ সংখ্যা এসে দাঁড়িয়েছে, চার হাজার ৯'শ ৩৫জনে। সিভিল সার্জন বলেন, প্রসূতি ও তার পরিবারের সদস্যদের মধ্যে ধৈর্য্য কমে যাওয়া, স্বাস্থ্যগত ঝুঁকি এবং ক্লিনিক মালিক ও চিকিৎসকদের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির কারণে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বাড়ছে। এজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর