জগন্নাথপুর ইউনিয়নের ঝাঁকুনিপাড়া এলাকায় ১০ একর জায়গায় জুড়ে এই ময়লার স্তুপ। যা এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধ আর ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের ৩৮টি গ্রামের পরিবেশ। ময়লা আবর্জনার স্তুপের কারণে স্থানীয়রা নানা স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন, সিভিল সার্জন।
জনবহুল এলাকা থেকে ময়লার ভাগাড় স্থানান্তর কিংবা প্রক্রিয়াজাত করণের মাধ্যমে সম্পদে রুপান্তরের পরামর্শ সচেতন মহলের। এ সমস্যা সমাধানে বিদেশী দুটি বেসরকারি সংস্থার সাথে আলোচনার কথা জানিয়েছেন সিটি মেয়র। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তরও কোন পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।