channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটির কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

  • চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ কাল; পুলিশের অনুমতি না পাওয়ায় এখনও চূড়ান্ত হয়নি স্থান

  • দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের মন্তব্য স্পষ্ট নয়; বললেন কাদের

  • বানের জলে চরম দুর্ভোগ; দু'দিনের মধ্যে মধ্যাঞ্চলে আরও অবনতির শঙ্কা

ঝিনাইদহেও পাট চাষীরা ফলন নিয়ে বিপাকে

ঝিনাইদহেও পাট চাষীরা ফলন নিয়ে বিপাকে

দেশের বিভিন্ন স্থানের মতো এবার ঝিনাইদহেও পাট চাষীরা ফলন নিয়ে বিপাকে। একে তো খেতের পাট বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। আর যাও ফলন হয়েছে তা বিক্রি করতে হচ্ছে কম দামে। কৃষি বিভাগ বলছে, হতাশ হয়ে অনেক পাটচাষী ঝুঁকছেন অন্যান্য ফসলের দিকে।

ঝিনাইদহে এবার অতিবৃষ্টিতে ফলন বিপর্যয়ের মুখোমুখি সোনালি আঁশের চাষীরা। এক বিঘা জমিতে যেখানে ১০-১২ মণ পাট হতো, সেখানে এ বছর হয়েছে মাত্র ৩-৫ মণ।
শুধু আবাদই নয়, দাম নিয়েও তৈরি হয়েছে, হতাশা। প্রতিবিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে, ৮-১০ হাজার টাকা। আর প্রতিমণ বিক্রি হচ্ছে ১২শ-দুই হাজার টাকায়। ফলে, প্রতি বিঘায় উৎপাদিত পাট বিক্রি করে, সর্বনিম্ন ৩ হাজার ৬শ' থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাচ্ছেন, কৃষকরা। যাতে অনেকেই পড়েছেন, লোকসানের মুখে।
কৃষি বিভাগ বলছে, পাট চাষে লাভের মুখ না দেখায় চাষীরা অন্য ফসলের দিকে ঝুঁকছে।
ঝিনাইদহে এ বছর ১৫ হাজার ৪৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে, এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার হেক্টর কম।

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর