channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

ফুলের চাদরে জড়িয়ে প্রকৃতি, নজর কাড়ে ভ্রমণ পিপাসুদের

ফুলের চাদরে জড়িয়ে প্রকৃতি, নজর কাড়ে ভ্রমণ পিপাসুদের

গোলাপী আর সাদা ফুলের চাদরে জড়িয়ে প্রকৃতি। দূর থেকে যে কেউ দেখেই ছুটে যান এই সৌন্দর্যকে কাছ থেকে ছুঁতে। গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় পদ্ম বিলের এমন সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। দূর থেকে দেখে মনে হবে এ যেন গোলাপী আর সাদা ফুলের বিছানা। বিলের এমন দৃশ্য প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। বলছি গোপালগঞ্জের সদর উপজেলার বলাকইড় পদ্ম বিলের কথা।

সদর উপজেলার বলাকইর, বনগ্রাম, খেলনা ও কাজুলিয়াসহ বেশ কয়েকটি এলাকাজুড়ে এসব পদ্ম ফুলের দেখা মেলে। বিল জুড়ে ফুলের এমন সমারোহ নজর কাড়ে ভ্রমন পিপাসুদর। প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে এখানে বেড়াতে আসেন অনেকেই। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সুযোগ মেলে নৌকা ভ্রমনেরও। 

বর্ষা মৌসুমে খুব একটা কাজ না থাকায় দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে বাড়তি আয়ের পথ হয়েছে স্থানীয়দের। সেইসাথে এখানকার পদ্মফুল চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে। জেলা প্রশাসক জানালেন,পদ্মবিলকে আরো আকর্ষণীয় করে তুলতে করছেন তারা। যত দ্রুত সম্ভব এই পদ্ম বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরীর দাবী স্থানীদের।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর