channel 24

ব্রেকিং নিউজ

  • রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৫; আহত ৮...

  • নিহতরা ভোটের সরঞ্জাম নিয়ে ফিরছিলেন: ওসি...

  • নিহতরা হলেন শিক্ষক আমির হোসেন, আনসার সদস্য আলামিন...

  • মিহির কান্তি দত্ত, জাহানার বেগম ও বিলকিস

কুষ্টিয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড বরাদ্দে অনিয়মের অভিযোগ

কুষ্টিয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড বরাদ্দে অনিয়মের অভিযোগ

দুস্থ ও প্রতিবন্ধীদের সহায়তায় রয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনি ভাতা। তবে কুষ্টিয়ায় এই ভাতার কার্ড বরাদ্দে মিলেছে অনিয়ম। অভিযোগ আছে, কার্ড দেয়ার নামে স্থানীয় মেম্বার টাকা নিচ্ছেন। তবে এ বিষয়ে কিছুই জানেন না, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা। তারা বলছেন, প্রমাণ পেলে অভিযুক্তের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা।

সুরত আলী। কুষ্টিয়া সদরের কবুরহাট কদমতলার বাসিন্দা। বয়স নব্বই ছুঁই ছুঁই।

শেষ বয়সে নেই আয়ের উৎস। তাই এখন সম্বল সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভাতা। সেই ভাতার কার্ড দ্রুত পেতে এক হাজার টাকা দেন স্থানীয় এক মেম্বারকে। কিন্তু এখনও তার কপালে জোটেনি কার্ড।

শুধু সুরত আলীই নন,  প্রতারণার ফাঁদে পা দিয়েছেন তার মতো আরও অনেকে।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, অভিযুক্ত ঐ মেম্বার। আর স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ভাতার কার্ড দেয়ার নামে টাকা নেয়ার বিষয় তাদের জানা নেই।

২০১৭-১৮ অর্থবছরে কুষ্টিয়ার ছয়টি উপজেলায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের আর্থিক সহায়তায় ৯ হাজারেরও বেশি সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভাতা কার্ড বরাদ্দ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর