channel 24

সর্বশেষ

  • গঠনগত সমস্যায় ভেঙে যাবে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

  • দল পুনর্গঠন করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে: ফখরুল

  • বিপিএল: সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা...

  • সিলেট ১৫৮/৮ (ওয়ার্নার ৬৩), ঢাকা ১৬৩/৪ (সাকিব ৬১*)

দেশজুড়ে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা 

দেশজুড়ে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা 

টানা দুদিনের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে দেশের বিভিন্ন জেলার আমন ধান।

নওগাঁ ও কুষ্টিয়ায় মাটির সাথে মিশে গেছে প্রায় ৩২ হাজার হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর দুটি জেলায় আমনের চাষ হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৩২৭ হেক্টর জমিতে। বন্যার পর হঠাৎ এমন দুর্যোগে মাথায় হাত কৃষকের। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই হঠাৎ ঝড়-বৃষ্টি। হেমন্তের এই বৃষ্টিতে মাথায় হাত নওগাঁর কৃষকের। জেলার অধিকাংশ মাঠের চিত্রই এখন এমন। কৃষকরা বলছেন, মাত্র ২০ থেকে ২৫ দিন পর এসব ধান ঘরে উঠতো। কিন্তু পরিপক্ক হবার আগেই পড়ে যাওয়া এসব ধানে আর চাল আসবে না।

কৃষি বিভাগ বলছে, জমির পানি দ্রুত নিষ্কাশন করা গেলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব। একের পর এক দুর্যোগে দেশজুড়ে বড় ধরণের ফলন বিপর্যয় হতে পারে। তাই সরকারকে আগাম প্রস্তুতি রাখার পরামর্শ সচেতন মহলের। একই চিত্র কুষ্টিয়াতেও। চলতি সপ্তাহেই কৃষকের গোলায় উঠত সোনালী আমন। বাধ সেধেছে সেই অসময়ের ঝড়-বৃষ্টি। মুহূর্তেই স্বপ্ন মাটিয়ে লুটিয়ে যাওয়ায় হতাশ কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, কয়েকটি স্থানে দেরিতে চাষ করায় সব কৃষক ক্ষতির মুখে পড়বেন না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর কুষ্টিয়ায় আমনের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৩২৭ হেক্টর জমিতে। যার মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার হেক্টর জমির ধান।

 

 

 

 

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর