কারবালার বেদনাবিধুর স্মৃতি বিজড়িত দশই মহররম। তাইতো বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসাইনের শাহাদাতের স্মরণে এই তাজিয়া মিছিল তথা শোক মিছিল।
শোকের প্রতীক কালো পোশাকে সজ্জিত হয়ে সকালে নগরীর সদরঘাট ইমামবাড়া মসজিদ থেকে বের করা হয় এই তাজিয়া মিছিল। তাতে, নারী শিশুসহ নানা বয়সী মানুষ অংশ নেন। বুক চাপড়ে বিলাপ করেন অন্যায়ের কাছে মাথা নত না করে নিজের জীবন বিলিয়ে দেয়া ইমাম হোসাইনের স্মরণে।
তাজিয়া মিছিলটি নগরীর নিউমার্কেট মোড়, কোতোয়ালী হয়ে শেষ হয় সদরঘাট গিয়ে। কারবালার ইতিহাস তুলে ধরতে মিছিলে ছিল প্রতীকী প্রদর্শনী। শিয়া নেতারা বলেন, ইমাম হোসাইনের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করা আর ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে ধর্মপ্রাণ মুসলমানদের।
তাজিয়া মিছিল ছাড়াও আলোচনাসভা, মিলাদসহ নানা আয়োজনে বন্দরনগরীতে পালন করা হয় পবিত্র আশুরা।