দিনটি উপলক্ষ্যে উখিয়া-টেকনাফে শরণার্থী শিবিরে মিছিল-সমাবেশে করে মিয়ানমারের নাগরিকত্ব, নিরাপত্তা, নির্যাতনের বিচার, বসত ভিটা ফেরতসহ ৫ দফা দাবি জানান রোহিঙ্গারা। উখিয়ায় প্রায় ২ লাখ মানুষের শান্তিপূর্ণ সমাবেশে, রাখাইনে নির্যাতনের বিচারও চান তারা।
রোহিঙ্গারা বলেন, নাগরিকত্ব, ভিটে-মাটির অধিকার, চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা পেলে যেকোনো সময় দেশে ফিরে যাবেন তারা। এ সময় তারা আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের মানুষ ও সরকারকে ধ্যন্যবাদ জানান।