চট্টগ্রামে সকল বেসরকারি আইসিডিতে বাড়তি মাশুল আরোপের বিষয়ে নৌপরিবহন সচিব ও বন্দর চেয়ারম্যানের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তিনি এই স্থগিতের কথা জানান।
এর আগে, কার্টন প্রতি তিন টাকা থেকে বাড়িয়ে সাড়ে চার টাকা মাশুল ধার্য করে বিকডা। যা কার্যকর করা হয় ১ আগস্ট থেকে। এতে ক্ষোভ জানায় বিজিএমইএ।
তাদের বক্তব্য, এর ফলে তাদের আমদানি-রফতানি খরচ বহুগুণে বেড়ে যাবে। এতে করে আমদানি-রফতানি বানিজ্য ক্ষতিগ্রস্থ হবে।