কক্সবাজারের উখিয়ার ১২ নম্বর ক্যাম্পে উদ্বোধন করা হয় এই প্রকল্পের। যুক্তরাষ্ট্র ও জাপান সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
এর মাধ্যমে দৈনিক ৫ লাখ ৮০ হাজার লিটার পানি সরবরাহ করা যাবে। তাতে চাহিদা মিটবে কমপক্ষে ৩০ হাজার রোহিঙ্গা পরিবারের।
স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহমদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, জাপান দূতাবাসের মিনিস্টার তাকেসী-ইতো ও আইওএম'র বাংলাদেশ প্রধান জর্জ গিগৌরী এসময় উপস্থিত ছিলেন।