২০১৭ সালের ১৩ জুন টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধ্বস হয় রাঙ্গামাটিতে। তাতে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক। যার একটি অংশ ধ্বসে যোগাযোগ বন্ধ ছিল টানা ১০ দিন। পরবর্তীতে ব্যবস্থায় সামাল দেয়া হয় পরিস্থিতি।
তবে দুই বছর পার হয়ে গেলেও অস্থায়ী সেতু দিয়ে এখনো চলাচল করছে যানবাহন। এছাড়া যেসব স্থানে ধ্বসে পড়া অংশে কাঠ দিয়ে ভাঙন প্রতিরোধ করা হয় এখনও রয়ে গেছে আগের অবস্থায়। এরমধ্যে নতুন করে কাঠ দিয়ে সড়ক রক্ষার কাজ করছে সড়ক বিভাগ।
কাঠ দিয়ে এভাবে অর্থের অপচয় না করে সড়কগুলো নিরাপদ ও টেকসই করতে স্থায়ী ব্যবস্থা নেয়ার তাগিদ নাগরিক সমাজের।
তবে স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য প্রায় ২৫০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমিধসে রাঙ্গামাটির সাথে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও বান্দরবান সড়কের ১৫৩টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় যোগাযোগ সচল রাখার জন্য খরচ করা হয় ১৪ কোটি ২৬ লাখ টাকা।
নিউজটির ভিডিও-