নৌকাতেই বেচাকেনা হচ্ছে মৌসুমি ফল আনারস। বাগান থেকে ঘাটে আনার পর পাইকারি ব্যবসায়ীদের হাত ধরে রাঙ্গামাটি থেকে এসব আনারস চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
প্রতিদিনই কাপ্তাই হ্রদের বুক চিরে শহরের ফলবাজার হিসেবে পরিচিত সমতা ঘাটে ভিড়ছে আনারসবাহী নৌকা। এবার তেমন একটা বৃষ্টি না হওয়ায়, ফলনেরও তেমন ক্ষতি হয়নি। তবে ফলন ভালো হলেও, ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষীরা।
তবে পাইকারী ব্যবসায়ীদের দাবি, আনারসের সাইজের হেরফের থাকায় দামেরও তারতম্য হচ্ছে। পরিবেশগত কারণে পাহাড়ে এবার আনারসের ভাল ফলন হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।
এ বছর রাঙামাটি জেলায় ১৭শ' ২৫ হেক্টর জমিতে ৫০ হাজার মেট্রিক টন আনারসের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।