channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

দীর্ঘ প্রতিক্ষার পর হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ

দীর্ঘ প্রতিক্ষার পর হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ। এ নিয়ে উৎসবের আমেজ নদীপাড়ে। তবে পর্যাপ্ত ডিম না মেলায় হতাশ সংগ্রহকারীরা। অনুকূল পরিবেশ আর নানা অনিয়মে ডিম কম হয়েছে বলে মনে করছেন গবেষকরা। যদিও ডিম থেকে রেণু এবং পোনা উৎপাদনে সব রকম প্রস্তুতির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে হালদা নদীর দুকূল জুড়ে। প্রবল বর্ষণের কারণে শনিবার সকাল থেকে হালদায় নমুনা ডিম ছাড়তে শুরু করে মা মাছ। আর পুরোদমে ডিম ছাড়ে রাতে।

ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ডিম সংগ্রহে নামেন স্থানীয়রা।

এবার ২৩০টি নৌকায় নদীতে নামে ৪৬০ জন সংগ্রহকারী। তাতে রোববার সকাল পর্যন্ত প্রায় ৭ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়।

সংগ্রহ করা এসব ডিম থেকে রেণু তৈরির কাজও শুরু হয় হ্যাচারিগুলোতে।

গতবছর এই নদীতে ডিম পাওয়া গিয়েছিল ২২ হাজার ৬৮০ কেজি। সে তুলনায় এবার অনেক কম। এজন্য প্রয়োজন অনুযায়ী বৃষ্টিপাত না হওয়া আর নানা অনিয়মে মা মাছ কমে যাওয়াকে দায়ী করছেন হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া।

ডিম থেকে রেণু তৈরি জন্য দুপাড়ে সরকারি হ্যাচারি আছে ৬টি। এসব হ্যাচারি প্রস্তুতসহ সবধরনের পদক্ষেপের কথা জানান হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

হালদা নদী থেকে প্রতিবছর দেশের অর্থনীতিতে মৎসখাতে অবদান অন্তত ৮শ কোটি টাকা।

নিউজের ভিডিও-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম 24 খবর