বাঘাইছড়িতে সাতখুনের পর এখনও ধরা পড়েনি জড়িতদের কেউ। ফলে আতঙ্ক কাটছেনা জনমনে। সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের গঠন করা তদন্ত দল। তারা কথা বলেন প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে।
বিভিন্নপক্ষের ভাষ্য নেয়ার পর তদন্ত দলের প্রধান জানান, প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথাও জানান তিনি। কমিটির আরেক সদস্য, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ জানান, আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার আর চাঁদাবাজির কারণেই পাহাড়ে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে।
এদিকে, ঘটনার চারদিনেও ধরা পড়েনি নৃশংস হত্যাকাণ্ডে জড়িত কেউ।
সোমবার উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ির বারমাইল এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন নির্বাচনি কর্মকর্তাসহ ৭ জন।