আজ (১২ ফেব্রুয়ারি) ভোরে তারা একটানা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে, সীমান্ত এলাকার লোকজন। এসময় শতাধিক রাউন্ড গুলি করা হয়।
ফলে শূণ্যরেখায় অবস্থানরতম রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদ পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।
এরআগেও বিভিন্ন সময়ে গুলিবর্ষণ করে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। এ নিয়ে কয়েকদফায় প্রতিবাদ জানায় বাংলাদেশ।