channel 24

ব্রেকিং নিউজ

  • রাজধানীর চকবাজারে একটি ভবনে আগুন...

  • নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট...

  • নিহত অন্তত ৫৬; দগ্ধ ১৬ জনসহ আহত অর্ধশতাধিক...

  • আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে

রাতারাতি ধনী হতে ভয়ঙ্কর ইয়াবা ব্যবসা

রাতারাতি ধনী হতে ভয়ঙ্কর ইয়াবা ব্যবসা

কেউ অর্থের প্রলোভনে, কেউ প্রতিবেশির বিলাসী জীবন দেখে জড়িয়ে পড়ে ইয়াবা ব্যবসায়। অল্পদিনে ধনী হওয়ার নেশায় ধীরে ধীরে ভয়ংকর অন্ধকার পথে জড়িয়ে পড়া এসব মানুষ চ্যানেল টোয়েন্টিফোরকে জানান সীমান্তে ইয়াবার প্রবেশ ও বিস্তারের নানা তথ্য। যাতে জড়িত আছে, আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কিছু কর্মকর্তা। তবে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

কেউ জড়িয়েছে বন্ধুর দেখাদেখি পথে, কেউ নিজেই খুঁজে নিয়েছে অর্থ উপার্জনের সহজ পথ। কক্সবাজারে ইয়াবা ব্যবসায় জড়িয়ে যাওয়া এক একজনের জীবনের গল্প যেন একেক রকম।  

তবে কম-বেশি সবাই এ ভয়ংকর পথে পা বাড়িয়েছেন অর্থের লোভে। কেননা  ইয়াবা চোরাচালান করে রিক্সাচালক থেকে রাতারাতি কোটিপতি বনে গেছে, এমন নজিরই বেশি টেকনাফ-কক্সবাজারে। করছে বিলাসী জীবন যাপন। প্রতিবেশির এমন উত্থানই টেনেছে অনেককে।  

দীর্ঘদিন ইয়াবা ব্যবসায় জড়িত এসব মানুষের তথ্যে উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর মদদে কিভাবে ইয়াবা ঢুকে সীমান্তে। আবার কিভাবে তা টেকনাফ থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে।

তবে ভয়ংকর এ মাদক বন্ধে জিরো টলারেন্স নীতিতে থাকার দাবি পুলিশের। জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে বলে জানান পুলিশ সুপার।

এছাড়া আত্মগোপনে থাকা শীর্ষ ইয়াবা ব্যবসায়িদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানান পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম 24 খবর