আজ (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর সদরঘাট লাইটার জেটি এলাকা থেকে অভিযান শুরু করে জেলা প্রশাসন। তিনধাপের এই অভিযানে প্রথম ধাপে সদরঘাট থেকে বারিকবিল্ডিং পর্যন্ত ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
এরপর দ্বিতীয় ধাপে সদরঘাট থেকে মোহরা এবং তৃতীয় ধাপে উচ্ছেদ চালানো হবে রুবি সিমেন্টের পর থেকে পতেঙ্গা এলাকা পর্যন্ত। মোহরা থেকে পতেঙ্গা পর্যন্ত মোট দুই হাজার একশো ৮৭ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযানে নামে জেলা প্রশাসন।
এতে আইনশৃঙ্খলা বাহিনীর আড়াইশো সদস্য এবং প্রায় একশো শ্রমিক অংশ নেন।