মানুষের জীবনে এক অমোঘ সম্পর্কের নাম বিয়ে।
মুসলিমদের বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে-দেনমোহর। যাকে দেখা হয় স্বামীর পক্ষ থেকে স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা হিসেবে।
আরও জানতে: কেমন হতো প্লাস্টিক বিহীন পৃথিবী?
সেলিব্রেটি মিউজিয়ামে সংস্কারের কাজ চলছে
ইসলামী চিন্তাবিদদের মতে, কুরআন-হাদীস অনুযায়ী দেনমোহর নির্ধারণে প্রাধান্য পেতে হবে পাত্রের আর্থিক সামর্থ। যা শুরুতেই আদায়যোগ্য হওয়ার কথা।
তবে বাস্তবতা এখন ভিন্ন। চট্টগ্রামের বেশিরভাগ বিয়েতে মানা হচ্ছেনা দেনমোহর নিয়ে প্রচলিত অনুশাসন। সামাজিক মর্যাদা দেখাতে গিয়ে, দেনমোহর নির্ধারণ কখনো কখনো চলে যায় বাড়াবাড়ি পর্যায়ে। এমনকি তা ৫০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ধরা হচ্ছে। অথচ, বাস্তবতা হচ্ছে তার বেশিরভাগই অনাদায়ী রয়ে যায়। ফলে এ নিয়ে প্রায়শ ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা।
অভিযোগ, দেনমোহর অস্বাভাবিক হলেও নির্লিপ্ত থাকেন নিকাহ রেজিস্ট্রাররা। কারণ তাতে তাদের ফি বেড়ে যায়। যদিও তা স্বীকার করেননি সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের দুটি পারিবারিক আদালতে যে প্রায় ৫ হাজার মামলা বিচারাধীন, তারমধ্যে ২ হাজারই দেনমোহর সংক্রান্ত। এরবাইরে জেলার ৭টি চৌকি আদালতেও বছরে মামলা দায়ের হয় প্রায় ১৪শ। যার সংখ্যা প্রতিবছরই বাড়ছে।