আজ (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলোকে লাল কালিতে চিহ্নিত করা হয়। এসময় রোববারের মধ্যে স্থাপনাগুলোকে সরিয়ে নেয়ার আহবান জানানো হয়। সোমবার থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান।
বিকেলে উচ্ছেদ প্রস্তুতি দেখতে যান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, কোন প্রভাবশালীর অবৈধ স্থাপনা থাকলেও ছাড় দেয়া হবেনা।