সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। উপমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম পৌঁছলে তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তারা।
মতবিনিময় সভায়, প্রশ্নপত্র ফাঁস রোধে অভিভাবকদের সচেতনতার ওপর জোর দেন প্রথমবারের মতো সংসদ সদস্য ও উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবেক মেয়র মহিউদ্দিনপুত্র। জানান, চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে।