পুলিশ জানায়, সোমবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রোয়াংছড়ি উপজেলার ঘেরাউ ভেতরপাড়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে দুর্বৃত্তদের গুলি বিনিময় হয়। এতে সপ্তম শ্রেণির ছাত্র ক্যাসিং অং মারমা গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়।
প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চমেক হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তার। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।