সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নামানো বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটিতে কার্যক্রম।
এদিকে, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে প্রশাসন।
আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় তিতলি বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৪৫ ও কক্সবাজার থেকে ৯শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৪ নম্বর সতর্ক সংকেত।