channel 24

সর্বশেষ

  • গঠনগত সমস্যায় ভেঙে যাবে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

  • দল পুনর্গঠন করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে: ফখরুল

  • বিপিএল: সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা...

  • সিলেট ১৫৮/৮ (ওয়ার্নার ৬৩), ঢাকা ১৬৩/৪ (সাকিব ৬১*)

সৌর বিদ্যুতে আলোকিত চট্টগ্রামের মেরিনার্স সড়ক

সৌর বিদ্যুতে আলোকিত চট্টগ্রামের মেরিনার্স সড়ক

চট্টগ্রামে প্রথম সৌর বিদ্যুৎ সড়ক বাতি স্থাপন হয়েছে মেরিনার্স সড়কে। সোলার স্ট্রিট লাইটিং ইন সিটি কর্পোরেশন প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দুই কিলোমিটারে সৌর প্যানেল স্থাপন করা হয়। সুফল পেলে সড়কে বাড়ানো হবে এ ধরনের বাতি।

যদিও উদ্বেগের বিষয়, স্থাপনের কয়েকদিনের মধ্যে চুরি হচ্ছে খুঁটির যন্ত্রাংশ। এলইডির সাদা আলোয় আলোকিত চট্টগ্রাম নগরীর কর্ণফুলি নদীর তীরবর্তী মেরিনার্স রোড। এই আলোর উৎস সোলার বিদ্যুত। নগরীতে সোলার বিদ্যুতে সড়ক বাতির এটাই প্রথম সড়ক। প্রায় ২৭ কোটি টাকার এ প্রকল্পে প্রাথমিকভাবে সোলার প্যানেল স্থাপন করা হয় দুই কিলোমিটার সড়কে। যাতে শতাধিক খুঁটিতে বসানো হয় ৬৬ টি সোলার প্যানেল। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, খুঁটি স্থাপনের কয়েকদিনের মধ্যেই চুরি হয়ে যাচ্ছে অনেক যন্ত্রাংশ। বিশেষ করে গভীর রাতে খুঁটির নাট খুলে ফেলছে দুর্বৃত্তরা।

এদিকে নতুন করে আর কোন সড়কে সোলার বসানো না হলেও নগরীর প্রায় ৭০ কিলোমিটার সড়কে লাগানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী সাড়ে তিন হাজার বাতি। তবে পুরো নগরীর জন্য প্রয়োজন সাড়ে ৬৪ হাজার। এজন্য সাড়ে ছয়শ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। প্রকল্পটি অনুমোদন পেলে নগরীর ১১শ ৪০ কিলোমিটার সড়ক আলোকায়ন করা যাবে। নগরীতে আলোকায়ন যোগ্য সড়ক আছে প্রায় ১৩শ কিলোমিটার।

 

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম 24 খবর