তাই স্থানীয়রাও চান সমস্যার সমাধান হয়ে দ্রুত ফিরে যাক রোহিঙ্গারা। এখানে তাদের সব চাহিদাই মিটছে বটে। তবু নিষেধাজ্ঞা ভেঙে ক্যাম্পের বাইরে এসে কাজ করছেন উখিয়ার সাধারনের সাথে মিশে।
রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিতেই দেখছেন স্থানীয়রা। কিন্তু দিনে দিনে তারা নিজেরাও খানিকটা হাঁপিয়ে উঠছেন। যাপিত জীবন হয়ে উঠেছে খানিক ছন্দহীন। তবে শুধু রোহিঙ্গাদের জন্য নয় স্থানীয়দের জন্যও কাজ করছেন কিছু বেসরকারি সংস্থা। যাদের হাতে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ পাচ্ছেন মূলত স্কুল থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীরা। উখিয়া টেকনাফের সাধারন মানুষরা চান নিজ দেশে দ্রুত ফিরে যাক রোহিঙ্গারা।