চট্টগ্রামের আগ্রাবাদে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষার্থীর নাম ইমতিয়াজ হাসান মাহিন। সে আগ্রাবাদ বহুতলা কলোনীর কলাকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শাহেদ নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান কর্মচারী শাহেদ উপর্যপরি ছুরিকাঘাত করে মাহিনকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় মাহিন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।