রাখাইনে রোহিঙ্গাদের জন্য নির্মিত ক্যাম্প ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। পরিদর্শন শেষে সিত্তে ফিরে আসেন তারা। এ বিষয়ে পরে ইয়াঙ্গুনে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দূতাবাস। এরআগে গতকাল নেপিদোতে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে সু চি প্রশাসন। বৈঠকে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের চিহ্নিতকরণ, ট্রানজিট ক্যাম্প নির্মাণের অগ্রগতিসহ ৮ টি বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া, গেল বছরের নভেম্বরে ঢাকা-নেপিদো চুক্তির আলোকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে একমত হন, দুই দেশের প্রতিনিধিরা।