ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৪ টাকা দরে।
অবশ্য, উৎপাদনের পাশাপাশি জোগানও কম থাকায় কমেনি দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকায়।
এদিকে বিক্রেতাদের দাবি, বিদেশি পেঁয়াজের দাম পড়ে যাওয়াতেই মানুষ কিনছে না দেশিটা। ফলে গুণতে হচ্ছে লোকসান।
তবে আমদানি আরো বাড়লেও পেঁয়াজের দাম আর কমার সম্ভাবনা নেই বলেই দাবি ব্যবসায়ীদের। বলেন, মৌসুম শুরু হলে কমতে পারে দাম।
পুরোপুরি দাম হাতের নাগালে আসতে এ মাস পেরিয়ে যেতে পারে বলে মত ব্যবসায়ীদের।