রংপুর নগরীর বড় পাইকারী বাজারে পেঁয়াজের পাল্লা বিক্রি হচ্ছে ৫'শ টাকায়। দুদিন আগে যার মূল্য ছিল আড়াইশো টাকা। একই অবস্থা পেয়াজ উৎপাদনে পরিচিত জেলা, ফরিদপুরের। এছাড়া স্থল বন্দর এলাকা যশোর, দিনাজপুরেও পণ্যটির দাম লাগামহীন।
ক্রেতারা বলছেন, দেশে যেমন ক্যাসিনো জুয়া খেলা হচ্ছে, পেঁয়াজ নিয়েও হচ্ছে তেমনি জুয়া খেলা। বিক্রেতারা যেভাবে দাম বলছেন সেভাবেই দিতে হচ্ছে ক্রেতাদের। তাই এই বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করছেন ক্রেতারা।
খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। এতে রীতিমত হিমশিম অবস্থা ক্রেতাদের।
ক্রেতারা আরও বলছেন, পেঁয়াজই যদি এত টাকা দিয়ে কিনি তবে অন্যান্য জিনিস কিভাবে কিনবো। আবার অনেকেই ক্রয়সীমার বাইরে চলে গেছে পেঁয়াজের দাম বলেও অভিযোগ করছেন।
বিক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম বাড়ার কারণে লোকসানে পড়তে হচ্ছে তাদেরও। আগে যে পরিমাণ বিক্রি হতো তা এখন নেমে দাঁড়িয়েছে অর্ধেকে।
বাজারের এ অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছে, চট্টগ্রাম জেলা প্রশাসন।
আড়তদারদের দাবি, দামের এমন উর্ধ্বগতিতে হাত নেই তাদের। তাই এটি নিয়ন্ত্রণ করতে হলে, আমদানিকারকদের সাথে বসার পরামর্শ তাদের।