কোরবানীর ঈদ ঘিরে লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নের ঘরে ঘরে পালন হচ্ছে গরু। এসব গরু বিক্রি হবে বাংলাদেশ-ভারত তিন বিঘা করিডোর পার হয়ে পাটগ্রামের পশুরহাটে।
প্রতি রবি ও বৃহস্পতিবার স্লিপের মাধ্যমে ৬০টি গরু পারাপার করতে পারেন স্থানীয়রা। তবে তাদের অভিযোগ, দেশি গরুর বদলে ভারতীয় চোরাই গরু ব্যবসায়ীদের কাছে স্লিপ দিয়ে দিচ্ছেন জনপ্রতিনিধিরা।
তবে অভিযুক্ত জনপ্রতিনিধি বলছেন, অন্য কথা। তার দাবি, টাকার বিনিময়ে ভারতীয় গরুর ব্যবসায়ীদের কাছে স্লিপ বিক্রি করছেন দেশি গরুর খামারিরাই।
স্থানীয়দের দাবি, ঈদের মৌসুমে করিডোর দিয়ে নির্ধারিত ৬০টি গরু পারাপারের থেকে সংখ্যা বাড়ালে লাভবান হতেন তারা।
নিউজটির ভিডিও প্রতিবেদন-