শনিবার (৩ জুলাই) দুপুরে গুলশান পুলিশ প্লাজায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই অফিসের উদ্বোধন করেন।
এসময় জানানো হয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকার সদস্যরা যাতে সহজে সংগঠনের সেবা নিতে পারেন এজন্য গুলশানে নতুন দপ্তর খোলা হয়েছে। তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম মতিঝিল কার্যালয়েই হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী ও আনিস উদ দৌলা ছাড়াও বক্তব্য রাখেন বর্তমান সভাপতি নিহাদ কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, মীর নাসির সহ দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ব্যবসায়ীরাও।